বিজয় ব্যাবহার করে কম্পিউটারে বাংলা লেখার পদ্ধতি আলোচনা করা হলো-
নিচের চিত্রটি লক্ষ্য করুন এটি বিজয় বাংলা কি-বোর্ড
বিজয় কিবোর্ড ব্যাবহার করে বাংলা লেখার পদ্ধতি
প্রথমে কম্পিউটারে বিজয় সফটওয়ারটি সঠিক ভাবে ইন্সটল করে নিন। ইন্সটল করতে সমস্যা হলে সফ্টওয়ার এর নির্দেশিকা দেখুন। যদি সঠিক ভাবে বিজয় ইন্সটল হয়ে থাকে তবে বাংলা লেখার সময় কিবোর্ড টি পরিবর্তন করে বিজয় এ রুপান্তর করে নিতে হবে। তবে তার আগে একটি বাংলা ফন্ট নির্বাচন করুন যেমন Sutonny MJ Font টি সিলেক্ট করুন। কিবোর্ড থেকে Ctr+Alt+B প্রেস করে কি বোর্ড পরিবর্তন করুন।
0 comments:
Post a Comment