Thursday, November 28, 2013
0 comments

Bengali Facebook Status

3:01 PM
- প্রতিদিন মনে হয় এই বুঝি শেষ,তারপর দেখি,আবার নতুন করে শুরু ...।-

- চারদিকে এত মৃত মানুষ,নিজেকে জীবিত দেখে লজ্জা ই লাগে।-

- ভুল হয়ে যায় না ভুল করে ফেলি,বুঝি না।-

- লোভ মানুষকে চরম selfish করে তোলে।-

- মানুষ বদলায় ঠিক কিন্তু তার স্বভাব বদলায় না।-

- কানা মামুর চেয়ে নাই মামু আনেক আনেক ভাল......।-

- যতই পালাতে কিংবা হারাতে চাও না কেন,সন্ধ্যা হলে ঘরে ফিরতেই হবে । একেই বলে ট্রাজেডি।-

- পৃথিবীর ক্ষমতাবান মানুষ গুলি ক্ষমতার অপব্যবহার না করলে হয়ত পৃথিবীটা আরও সুন্দর হত!-

- শেয়ার ব্যবসা অনেকটা সিগারেটের মত । শরীরের জন্যে ক্ষতিকর কিন্তু মাঝেমাঝে মানসিক প্রশান্তি দেয় ।-

- মাঝেমাঝে যা ইচ্ছে করে তার উল্টোটা করতে চাই । কিন্তু পারিনা ।মাঝেমাঝে যা ইচ্ছে তাই করতে চাই । সেটাও পারি না। -

= ফেব্রুয়ারী কিংবা ফাল্গুন কোন বিষয় নয় - বিষয় হল বাংলা ভাষার জন্যে সালাম বরকতরা প্রান দিয়েছিল।

= ভাল মানুষ হতে হলে ধার্মিক হওয়াটা জরুরি নয় ।

= বন্ধু যখন শত্রু হয় তখন বোঝতে হবে আর রেহাই নাই।

= স্বভাবের কারনেই অধিকাংশ মানুষই অভাবে পড়ে ।

= কঠিন শব্দ দিয়ে কবিতা লেখা সহজ । সহজ শব্দ দিয়ে কবিতা লেখা কঠিন ।

= বার বার ফিরে আসার আনন্দের চেয়ে একবার বিদায়
নিয়ে চলে যাওয়াটা বেশি কষ্টের ।

= ভালবাসা মানে হল - অভিমান করে অপেক্ষা করা ।

= হতাশা মানুষের ভাগ্যকে কপাল থেকে হাতের রেখায় নামিয়ে নিয়ে আসে ।

= শুনেছি দেয়ালেরও নাকি কান আছে কয়েকদিন পর শুনব দেয়াল হল আরেক প্রজাতির মানুষ ।

= সাপ প্রেমে পড়ার পর বিষাক্ত হয়ে উঠে । এর আগে সে বিষ হীন থাকে ।

= সত্য আর মিথ্যার মধ্যে মিথ্যাটা ক্রমশ সহজ হয়ে যাচ্ছে । আর মানুষ সবসময়ই সহজ পথটাই বেছে নিতে স্বচ্ছন্দ বোধ করে। =

= আসুন হাসতে হাসতে চোখের সব জল শুকিয়ে ফেলি যেন কান্নার জন্যে আর এক বিন্দু জলও অবশিষ্ট না থাকে। =

= মানুষের সামনে টাকা, টাকার পিছে জীবন । অতএব টাকাটা সব সময় সামনেই রয়ে যায়। =

= যখনি একা হতে চাই কিংবা যাই কপালপুড়া একাকীত্বটা আমার সঙ্গে থেকে যায় ।তাই একা হওয়া বোধয় আর এ জীবনে হবে না। =

= মৃত্যুর পর একদিনের জন্যে হলেও ফিরে আসতে চাইব এটা দেখার জন্যে যে – আমার জন্যে কেউ চোখের জল ফেলেছিল কিনা!=

= শুনেছি টাকার ভিতরে নাকি সুখ লুকিয়ে থাকে।আমার আবার সুখ দেখার খুব শখ। তাই আমি টাকা কুচিকুচি করে ছিড়ে তন্নতন্ন করে খুঁজেছি সুখটা কোথায় লুকানো। কিন্তু আপসোস আমি টাকার ভিতরে কোন রকম সুখ খুঁজে পাইনি উল্টো টাকাটা অচল হয়ে গেল। =

= শিক্ষায় লুকিয়ে আছে চরিত্র গঠনের মুলমন্ত্র। কারন শিক্ষার মেরুদন্ড হল চরিত্র। =

= কেউ যদি রাজনীতিবিদ হতে চায় তার প্রশিক্ষন নেওয়া দরকার ঠিক তদ্রুপ কোন রাজনীতিবিদ যদি মানুষ হতে চায় তারও প্রশিক্ষন নেওয়া দরকার। =

= শরীরের চালক মন , মনের চালক ধন-সম্পদ, আর ধন-সম্পদের চালক পরিশ্রম! =

>> নতুন করে একটা জিনিস পাওয়ার চেয়ে হারানো জিনিস খুঁজে পাওয়ার মাঝে আনন্দ বেশি।

>> নিজের যোগ্যতা কিংবা ক্ষমতার বাহিরে গিয়ে সাহস দেখানোটা একরকম বোকামী।

>> জীবনে সবচেয়ে বেশি যে মিথ্যা কথাটি বলেছি এবং আজীবন বলে যেতে হবে,সেটা হল "আমি ভাল আছি"।

>> ফেলে আসা সময়ের জন্যে আমরা যে সময় ব্যয় করি সে সময়ের হিসেব আমরা রাখি না।

>> যে জেনেশুনে ভুল করে তাকে সেটা শুধরানোর অনুরোধ করাটা আরও বড় ধরনের ভুল।

>> অধিকাংশ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না। যারা শুনতে চায় তারা বোঝতে চায় না। আর যারা বোঝতে চায় তাদরকে বোঝানো সবার পক্ষে সম্ভব হয় না ।

>> ইদানিং কোন কিছু চাইতে ভয় হয় কারন যদি না পাই কিংবা যার কাছে চাইব সে যদি ফিরিয়ে দেয় -তাই মনে মনে পেয়ে গেছি চিন্তা করে নিজেকে শান্তনা দেই।

>> পৃথিবীর lucky মানুষগুলোই শুধু দুঃখকে নিয়ে বিলাসিতা করতে পারে।

>> কেউ যদি ভালবাসে না তাহলে কষ্ট হয়। তারচেয়ে বেশি কষ্ট হয় কেউ যদি ভুলে যায়।

>> ভুলে যাওয়া আর বদলে যাওয়া খুব কঠিন দুটি কাজ। আর এই কঠিন কাজ দুটি কিছু কিছু মানুষ খুব সহজে করে ফেলে। 

0 comments:

Featured Post

Enterprise ASP.NET Core Web API with Clean Architecture

  Enterprise ASP.NET Core Web API with Clean Architecture I'll create a comprehensive solution for your requirements, focusing on scalab...

 
Toggle Footer
Top