Md Mominul Islam | Software and Data Enginnering | SQL Server, .NET, Power BI, Azure Blog

while(!(succeed=try()));

LinkedIn Portfolio Banner

Latest

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 28, 2013

বাড়িয়ে নিন আপনার পিসির সি ড্রাইভ এর জায়গা কম করেও ২.৯ g.b

আমাদের অনেক এর হার্ড ডিস্ক কম হওয়ার কারনে আমাদের সমস্যার সম্মুখিন হতে হয় । আজ আমি আপনাদের জন্য তার একটা উপায় নিয়ে এসেছি । তো চলুন দেখে নি কিভাবে আপনি সি ড্রাইভ জায়গা বাড়িয়ে নিবেন কম করেও ২.৯ g.b
প্রথমে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এখান থেকে । নাম Tune-up Utilities 2013 . সফটওয়্যারটা ফ্রি না তবে ১৫ দিন এর ট্রায়াল পাবেন । আর যারা ফূল ভার্সন ডাউনলোড করতে চান তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন । তবে আমার মতে  ফূল ভার্সন থেকে ট্রায়াল ব্যবহার করা অনেক ভালো কারণ ট্রায়াল এ আপনার সফটওয়্যারটা আসল কিন্তু ফূল ভার্সন এ সফটওয়্যার টা আসল নয় । যায় হোক আর কথা বাড়াবো না । সফটওয়্যার টা ডাউনলোড করা হয়ে গেলে নীচের প্রসেস অনুসরন করুন ।
প্রথমে ইন্সটল করুন । আপনি চাইলে AVG Security Toolbar টা ইন্সটল করে নিতে পারেন , তবে আমার এটা লাগবে না বলে আমি Custom সিলেক্ট করেছি ।
এরপর ইন্সটল হবে ।

ইন্সটল হয়ে গেলে নীচের মত একটা স্ক্রিন দেখতে পাবেন , সেখানে আপনার email টা দিয়ে নেক্সট এ ক্লিক করুন । ( এই স্টেপটা তখনই আসবে যদি আপনি ফুল ভার্সনটা না  ডাউনলোড করেন । ) 

এরপর নীচের মত একটা ছবি দেখতে পাবেন , সেখানে Finish এ ক্লিক করুন ।

এরপর আপনার ডেক্সটপ থেকে tune-up utilities টা ওপেন করুন ।

এরপর নীচের মত একটা ছবি দেখতে পাবেন সেখান থেকে CONTINUE TESTING এ ক্লীক করুন ।এই স্টেপ টাও তখনই  আসবে যদি আপনি ফুল ভার্সনটা না  ডাউনলোড করেন । 

এরপর ঊপরের ট্যাব গুলোর মধ্যে থাকা Clean up Computer ট্যাব টাতে ক্লীক করুন ।

এরপর Disable Windows Functions এ ক্লিক করুন ।

এরপর নীচের মত একটা Window পাবেন সেখান থেকে Disable Hibernation File এ ক্লিক করুন ।

এরপর দেখবেন সি ড্রাইভ এর জায়গা ২.৯ G.B বেড়ে গেছে । আপনার যদি আরও বেশী জায়গা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি  Hibernation File এর নিচে থাকা Windows Serach Index ও Disable করে দিতে পারেন ।
আমার পিসিতে এই প্রসেস এ 2.9 G.B জায়গা বেড়েছে ।
আগে 

 এখন 

বি.দ্র আপনি যদি এই প্রসেস এ জায়গা বাড়ান তাহলে আপনার পিসি আর Hibernate হবে না । যদি Hibernate করার দরকার পড়ে তাহলে আপনি একই প্রসেস এ ওটা Disable করে দিবেন
আগে 

                                                                                                                                 পরে 

উপরে দেখুন আগের ছবিতে আপনার Start এ Hibernate অপশনটা রয়েছে কিন্তু দ্বিতীয় ছবি তে Hibernate অপশনটা নেই ।
আর যারা জানেন না Hibernate টা কি তাদের জন্য বলে রাখি Hibernate করলে আপনার পিসি বন্ধ হয়ে যাবে , কিন্তু আবার যখন চালাবেন তখন যে জায়গায় রেখে বন্ধ করেছিলেন সেখান থেকেই আবার চালু হবে ।
তাছাড়া এই সফটওয়্যারটা আপনার পিসি কে আরও দ্রুত করতে সাহায্য করবে ।
আজ এ পর্যন্তই । কেমন লাগলো কমেন্ট করে জানাবেন । ভালো থাকবেন । আবার দেখা হবে । ধন্যবাদ ।
আর কোন অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন ।

No comments:

Post a Comment

Thanks for your valuable comment...........
Md. Mominul Islam

Post Bottom Ad

Responsive Ads Here