Md Mominul Islam | Software and Data Enginnering | SQL Server, .NET, Power BI, Azure Blog

while(!(succeed=try()));

LinkedIn Portfolio Banner

Latest

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 12, 2013

How To make disable USB in your PC(আপনার কম্পিউটারের ইউএসবি বন্ধ করুন কোন সফটওয়্যার ছাড়া)

প্রথমে রানে গিয়ে লিখুন regedit এরপর enter করুন। ডায়ালগ বক্সের মধ্যে HKEY_LOCAL_MACHINE ফোল্ডারে ডাবল ক্লিক করুন। এরপর System ফোল্ডারে আবার ডাবল ক্লিক করুন। তারপর CurrentControlSet ফোল্ডারে ডাবল ক্লিক করুন। এর মধ্যে Services ফোল্ডারে ডাবল ক্লিক করুন। এখান থেকে USBSTOR ফোল্ডারে ডাবল ক্লিক করুন। ডান পাশে কিছু অপশন প্রদর্শিত হবে এবং তার মধ্যে Start ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে Modify অপশনে ক্লিক করুন। এখন Edit DWORD Value নামের একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে এবং তার মধ্যে Value data-এর USBSTOR বক্সের মধ্যে Value 3 মুছে দিয়ে 4 লিখে OK করুন। সবকিছু বন্ধ করে কম্পিউটার রিস্টাট করুন। এখন আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভ ঢোকালে দেখা যাবে না।
আবার ইউএসবি ব্যবহার করতে চাইলে Value 4 মুছে দিয়ে 3 লিখে OK করুন এবং কম্পিউটার রিস্টাট করুন। এখন আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভ ঢোকালে দেখা যাবে।

No comments:

Post a Comment

Thanks for your valuable comment...........
Md. Mominul Islam

Post Bottom Ad

Responsive Ads Here